Posts

What is content writing?

 ✅✅কন্টেন্ট রাইটিং কী🤔🤔? 👉👉কন্টেন্ট শব্দের অর্থ বিষয়বস্তু।নিজের অভিজ্ঞতা,দক্ষতা ও কৌশলের মাধ্যমে কোনো বিষয়বস্তু নিয়ে লেখাকে কন্টেন্ট বলে। এছাড়াও ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়সমূহকে  কন্টেন্ট বলা হয়।আর যে বা য়ারা কন্টেন্ট লিখে তাদের   কন্টেন্ট রাইটার বলে।কন্টেন্ট রাইটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কোনো টপিক বা  বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আর্কষণীয়ভাবে তুলে ধরাকে কন্টেন্ট রাইটিং বলে।কন্টেন্ট রাইটিং সাধারণত ৪ ধরনের হয়ে থাকে।  ১)টেক্স কন্টেন্ট ২)অডিও কন্টেন্ট ৩)ভিডিও কন্টেন্ট ৪)ইমেজ কন্টেন্ট 👉👉বর্তমান ইন্টারনেটের যুগে বিভিন্ন কোম্পনি বা ব্যবসা প্রতিষ্ঠান গুলো তাদের প্রডাক্ট বা সার্ভিস গুলো মার্কেটিং বা প্রচার করার জন্য কন্টেন্ট রাইটিং এর প্রকার গুলোকে প্রচুর পরিমানে ব্যবহার করা হচ্ছে।  এছাড়া ঘরে বসে অনলাইন ইনকাম করার ক্ষেএেও নিজে পার্সোনাল ভাবে কোনো একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা কন্টেন্ট আকারে প্রকাশ করে ইনকাম করা য়ায।কন্টেন্ট নিয়ে এই দুই ভাবে কাজ কাজ করা যায়।তবে কন্টেন্ট কপি করা যাবে না।

What is Freelancing?

✅✅ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?) 🔴ফ্রিল্যান্সিং যার বাংলা অর্থ হলো মুক্ত পেশা। অর্থাৎ এই পেশার জন্য আমাদের কারোর কাছে যেতে হয় না এমনকি কাউকে জবাবদিহি করতে হয় না। আমাদের যখন খুশি কাজ করতে পারবো  এবং ঘরে বসেও উপার্জন করা সম্ভব।। এই পেশায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজন অনলাইন ক্যারিয়ার গঠন করা। তাহলেই অল্প সময়ের মধ্যে ঘরে বসেই অর্থ উপার্জন করা যায়।।   যখন ইচ্ছা করবে তখন চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)। সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস। এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।