What is content writing?

 ✅✅কন্টেন্ট রাইটিং কী🤔🤔?


👉👉কন্টেন্ট শব্দের অর্থ বিষয়বস্তু।নিজের অভিজ্ঞতা,দক্ষতা ও কৌশলের মাধ্যমে কোনো বিষয়বস্তু নিয়ে লেখাকে কন্টেন্ট বলে। এছাড়াও ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়সমূহকে 

কন্টেন্ট বলা হয়।আর যে বা য়ারা কন্টেন্ট লিখে তাদের  

কন্টেন্ট রাইটার বলে।কন্টেন্ট রাইটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কোনো টপিক বা  বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আর্কষণীয়ভাবে তুলে ধরাকে কন্টেন্ট রাইটিং বলে।কন্টেন্ট রাইটিং সাধারণত ৪ ধরনের হয়ে থাকে। 

১)টেক্স কন্টেন্ট

২)অডিও কন্টেন্ট

৩)ভিডিও কন্টেন্ট

৪)ইমেজ কন্টেন্ট


👉👉বর্তমান ইন্টারনেটের যুগে বিভিন্ন কোম্পনি বা ব্যবসা প্রতিষ্ঠান গুলো তাদের প্রডাক্ট বা সার্ভিস গুলো মার্কেটিং বা প্রচার করার জন্য কন্টেন্ট রাইটিং এর প্রকার গুলোকে প্রচুর পরিমানে ব্যবহার করা হচ্ছে। 

এছাড়া ঘরে বসে অনলাইন ইনকাম করার ক্ষেএেও নিজে পার্সোনাল ভাবে কোনো একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা কন্টেন্ট আকারে প্রকাশ করে ইনকাম করা য়ায।কন্টেন্ট নিয়ে এই দুই ভাবে কাজ কাজ করা যায়।তবে কন্টেন্ট কপি করা যাবে না।

Comments

Popular posts from this blog

What is Freelancing?